Site icon Jamuna Television

রাজধানী থেকে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, গ্রেফতারকৃতরা হলেন- জানিবুল ইসলাম জোসি ও বাসির আলী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে তারা। অস্ত্র বিক্রির জন্য তারা সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিলো।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। দু’জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।

এদিকে, যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ইউএইচ/

Exit mobile version