Site icon Jamuna Television

দ্রুতই চুক্তির টিকা পাবে বাংলাদেশ: হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

ভারতে ইতোমধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ফলে বাংলাদেশকে প্রতিশ্রুত টিকাও খুব শীঘ্রই দেয়া হবে, বলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

করোনা মোকাবেলায় প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম চালানে ভারতের ৩১টি অ্যাম্বুলেন্স এবং হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডারসহ মেডিকেল ইকুইপমেন্ট হস্তান্তরের সময়ে এ কথা বলেন বিক্রম দোরাইস্বামী। এ সময় ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে উপহারগুলো তুলে দেন তিনি।

ভারতীয় হাইকমিশনার জানান, করোনাকালীন সময়ে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশে ভারত দু’টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করবে বলেও জানান তিনি।

Exit mobile version