Site icon Jamuna Television

কলেজের অধ্যক্ষকে জুতাপেটা করলো নারী কর্মচারী

অধ্যক্ষ বিনয় কৃষ্ণকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

একই কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সোমবার (১৬ আগস্ট) কলেজের অফিস কক্ষে জুতাপেটা করেন অধ্যক্ষ বিনয় কৃষ্ণকে। বিষয়টি নিয়ে জেলার শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কলেজের কোনো নিয়ম কানুন মানেন না। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অধিকাংশ সময় অধ্যক্ষের কথা অমান্য করেন। সোমবার যখন তাকে অ্যাসাইমেন্ট জমা দেয়া শিক্ষার্থীদের নাম রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করার জন্য বলা হয় তখনো সেই আদেশ কর্ণপাত করেননি ফরিদা। এরপর অধ্যক্ষ রেজিস্টার খাতা নিয়ে অফিস সহকারীর টেবিলে যান। এ সময় ১০-১২ জন শিক্ষার্থী ও স্টাফদের উপস্থিতিতে ফরিদা ইয়াসমিন হঠাৎ ক্ষুব্ধ হয়ে পায়ের জুতা খুলে অধ্যক্ষকে পেটাতে শুরু করে। পরবর্তীতে সেখানে উপস্থিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে ফরিদার আক্রমণ থেকে রক্ষা করে অফিস কক্ষের বাইরে নিয়ে যায়।

বর্তমানে অধ্যক্ষ বিনয় কৃষ্ণ মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। চিকিৎসা শেষে ফরিদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান অধ্যক্ষ বিনয় কৃষ্ণ। তবে অভিযুক্ত ফরিদা ইয়াসমিনের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) বশির আহমেদ জানান, ঘটনাটি শোনার পরে শিক্ষা অফিসার ও থানার ওসি’র সাথে তিনি কথা বলেছেন। এছাড়া এ বিষয়ে অধ্যক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

Exit mobile version