Site icon Jamuna Television

রাশিয়া পাড়ি দিচ্ছেন সালমান-ক্যাটরিনা

রাশিয়া পাড়ি দিচ্ছেন সালমান-ক্যাটরিনা

ছবি: সংগৃহীত

আজ ব্যক্তিগত চার্টাড বিমানে রাশিয়া পাড়ি দেয়ার কথা সালমান খানের, সঙ্গে যাচ্ছেন ক্যাটরিনা কাইফও। বাস্তব জীবনে এই জুটির মধ্যে বিচ্ছেদ হলেও পেশাগতভাবে কোনও বিচ্ছেদের সিদ্ধান্ত তারা কখনই নেননি। টাইগার সিরিজের তৃতীয় ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে তাদের।

চিত্রনাট্যের খাতিরে এই ছবির বেশ কিছুটা অংশ শ্যুট করতে হবে বিদেশে। সেই কারণেই একসঙ্গে তারা এবার পাড়ি দিতে চলেছেন রাশিয়ায়। শোনা যাচ্ছে রাশিয়া সহ আরও চারটি দেশে শ্যুট করবেন তারা। তবে শুধু সলমন ও ক্যাটরিনাই নয়, তাদের সঙ্গে বিদেশে পাড়ি দিচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়াও। প্রায় ৪৫ দিন শ্যুটিং করবেন তারা।

টাইগার সিরিজের এই তৃতীয় ছবি পরিচালনা করবেন মণীশ শর্মা। প্রত্যেকের জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করেছেন প্রযোজক। আদিত্য চোপড়া ইতিমধ্যেই জানিয়েছেন করোনার কারণে শ্যুটিং ফ্লোরে একটু বেশিই সাবধানতা পালন করবেন তারা। পরিচানক জানিয়েছেন এই ছবিতে যে মানের অ্যাকশন সিকোয়েন্স রয়েছে তা আগে কোনও বলিউডের ছবিতে দেখেননি দর্শক।

এনএনআর/

Exit mobile version