Site icon Jamuna Television

ঢাকার মাঠে কি রেসলিং খেলবেন কিউই পেসার?

রেসলিং দেখে সময় কাটছে কিউই পেসার হামিশ বেনেটের।

বাংলাদেশের বিপক্ষে মাঠে কি রেসলিং খেলবেন নিউজিল্যান্ড পেসার হামিশ বেনেট? তার প্রস্তুতিই কি নিচ্ছেন কোয়ারেন্টাইনের সময়টাতে। হোটেলে তার সময় কাটানোর তালিকা শুনলে সেটি মনে হতেই পারে।

ক্রিকেট আর মুভির পাশাপাশি রেসলিং দেখে সময় পার করছেন এই পেসার। বাংলাদেশের কন্ডিশন আর উইকেট যে ব্লাকক্যাপদের জন্য রেসলিং খেলার থেকে কম কিছু হবে না, সেটা ভালোই জানা বেনেটের।

২০১০ সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল নিউজিল্যান্ড। ৪-০ ব্যবধানে হারের সেই স্মৃতি এখনো তরতাজা সে সময়ের ২৩ বছরের যুবক হামিশ বেনেটের।

কিউই পেসার বেনেট বলেন, আমি আগেও বাংলাদেশে এসেছি। সেবার ৪-০ ব্যবধানে হেরে ফিরতে হয়েছিল। এবারও আমরা দল হিসেবে এখানে এসেছি দায়িত্ব পালন করতে। এখানে আমাদের খুব বেশি সাফল্য নেই। সেটি থেকেই আমরা অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করছি। সেই সাথে বাংলাদেশ- অস্ট্রেলিয়া ম্যাচ থেকেও অনেক কিছু জেনেছি।

আগের বার খালি হাতে ফিরলেও এবার তিনি ফিরতে চান সিরিজ জিতে।

হামিশ বেনেট বলেন, বাংলাদেশ থেকে আমরা সিরিজ জিতে ফিরতে চাই। দেশে ফিরে গিয়ে সেটি বলতে আমাদের ভালো লাগবে। সবাই দেখেছে বাংলাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়ার কী অবস্থা হয়েছে। শুধু তাই নয়, অন্য দলগুলোও এখানে এসে বেশ ধুঁকেছে।

কন্ডিশন নিয়ে দুশ্চিন্তা থাকলেও বাউন্স ব্যাক করতে চান বেনেট। যেখানে নিউজিল্যান্ডের লিঙ্কনে মিরপুরের মত উইকেট তৈরি করে করা অনুশীলন বড় পুঁজি এই কিউইদের।

Exit mobile version