Site icon Jamuna Television

ভারতের বিপক্ষে বিশাল লিড ইংল্যান্ডের

সংগৃহীত ছবি

সিরিজের ৩য় টেস্টের ২য় দিন শেষে ৩৪৫ রানের লিড নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ভারতকে ১ম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট করে ৮ উইকেটে ৪২৩ রানে দিন শেষ করে তারা।

আগের দিনের বিনা উইকেটে ১২০ রান নিয়ে ২য় দিনের খেলা শুরু করে ইংলিশরা। দুই হাফ-সেঞ্চুরিয়ান রোরি বার্নস আর হাসিব হামিদ ইনিংস লম্বা করতে না পারলেও দাওইদ মালানকে সাথে নিয়ে ১৩৯ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন অধিনায়ক জো রুট। মালান ৭০ রানে আউট হলেও সেঞ্চুরি থেকে বঞ্চিত করা যায়নি রুটকে। তার ১২১ রানে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪২৩ রান করে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড।

এর আগে ইংলিশ বোলারদের তোপে মাত্র ৭৮ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ২য় ম্যাচ জেতায় ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে ভারত। সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছিলো।

Exit mobile version