Site icon Jamuna Television

আফগানিস্তান থেকে বিড়াল-কুকুর নিতে ৪ কোটি টাকায় ভাড়া করলেন বিমান!

প্রতীকী ছবি।

কাবুলের কাছে পোষা প্রাণীদের একটি আশ্রম চালাতেন সাবেক ব্রিটিশ নৌ কর্মকর্তা পল পেন ফার্থিং। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে আশ্রমের দুইশ’ কুকুর-বিড়াল সরিয়ে নিতে বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৬ লাখ টাকা দিয়ে একটি বিমান ভাড়া করেছিলেন তিনি। কিন্তু স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় সব এলোমেলো হয়ে যায়। আপাতত পশুপ্রেমী পলকে কাবুলেই থাকতে হচ্ছে।

পল টুইটারে জানান, বিস্ফোরণের আগেই বিমানবন্দরের ভেতরে কুকুর-বিড়াল নিয়ে কাবুল ছাড়ার অপেক্ষা করছিলেন তিনি। শেষ মুহূর্তে বাইডেন প্রশাসন কাবুল ছাড়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনে। ফলে ওই দিন তার কাবুল ছাড়তে পারেননি। বিমানবন্দর ছাড়ার সময় বিস্ফোরণের কবলে পড়েন পল।

তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই অসহায় প্রাণীদের উদ্ধার করে তার আশ্রমে রাখতেন পল। সেখানেই থাকত তার কিছু কর্মী ও পরিবারের সদস্যরা। এসব প্রাণীকে যুদ্ধবিধ্বস্ত কাবুলে রেখে না যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পল। অবশেষে নিজেই বিমান ভাড়া করে তাদের নিয়ে কাবুল ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। নিরাপত্তার কারণে পলের ভাড়া করা ওই বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বদলে আরেকটি বিমান দেওয়ার কথা জানানো হয়েছে পলকে।

Exit mobile version