Site icon Jamuna Television

১০ জনের চেলসির সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো লিভারপুলকে

চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের দুর্দান্ত এক হেডে খেলার ২২ মিনিটে চেলসিকে এগিয়ে যায় চেলসি। লিভারপুল সমতাসূচক গোল করে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। সাদিও মানের শট গোললাইনে দাঁড়িয়ে থাকা চেলসির রাইটব্যাক রিস জেমসের হাতে লাগলে পেনাল্টি পায় লিভারপুল। লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় জেমসকে। আর পেনাল্টিতে দলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ।

গোটা দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলেও দারুণভাবে রক্ষণ সামলেছে চেলসি। আর লিভারপুল একের পর এক সুযোগের নষ্ট করেছে। খেলাশেষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি ও লিভারপুল।

Exit mobile version