Site icon Jamuna Television

আদালতে ‘আয়নাবাজি’, গ্রেফতার ৫

আদালতে 'আয়নাবাজি' করতে এসে গ্রেফতার ৫ ব্যক্তি।

ময়মনসিংহ ব্যুরো:

আয়নাবাজি সিনেমার দৃশ্যেরই যেন অবতারণা হলো বাস্তবে! সিনেমাটিতে যেমন এক আসামির বদলে আরেক আসামিকে হাজিরা ও কারাগারে যেতে দেখা যায়, তেমনই এক ঘটনা ঘটেছে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সিনেমাটিতে একজনকে আয়নাবাজি করতে দেখা গেলেও, ময়মনসিংহের আদালতে আয়নাবাজি করতে এসেছিলেন পাঁচজন। তবে আয়নাবাজি সিনেমার নায়ক সবার চোখ ফাঁকি দিতে পারলেও বরাবরের মতোই বাস্তবে ময়মনসিংহের আদালতে তেমনটা ঘটেনি। মারামারি মামলার মূল আসামিদের বদলে আদালতে হাজিরা দিতে গিয়ে এখন কারাগারে সেই পাঁচ ব্যক্তি।

গতকাল বুধবার (৩১ আগস্ট) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এমন ঘটনা। ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আদালতের ৫ম তলায় যথারীতি বিচার কার্যক্রম পরিচালনা করছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। তিনি নান্দাইলের একটি মারামারির মামলার পলাতক পাঁচ আসামির জামিন শুনানি করছিলেন। শুনানিতে পলাতক পাঁচ আসামি হাজির না হয়ে তাদের বদলে অন্য পাঁচ আসামি এজলাসে হাজির হন। আদালতে নাম-ঠিকানা জিজ্ঞাসা করা হলে তারা বারবার ভুল উত্তর দিতে থাকে। এতে বিচারকের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ তাদের আবারও জিজ্ঞাসাবাদ করে। এ সময় জিজ্ঞাসাবাদে তাদের প্রক্সি দেয়ার বিষয়টি বেরিয়ে আসে। পরে তাদের আটক করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

/এসএইচ

Exit mobile version