Site icon Jamuna Television

সতীর্থদের লড়াই করার প্রবণতায় গর্বিত ল্যাথাম

কিউই অধিনায়ক টম ল্যাথাম।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের পর নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেছেন, দারুণ একটা ম্যাচ ছিল এটা। সবাই যেভাবে লড়াই করেছে তাতে আমি গর্বিত।

ল্যাথাম বলেন, খেলাটা শেষ ওভারে নিয়ে যেতে পেরেছিলাম। আমরা গত ম্যাচ থেকে শিখতে পেরেছি যে জয়ের জন্য শেষ পর্যন্ত লড়াই চালানোটা জরুরি। সেটাই করেছি আমরা। জিততে পারলে দারুণ হতো।

এই ম্যাচের উইকেট প্রসঙ্গে ল্যাথাম বলেন, উইকেটকে গত ম্যাচের চেয়ে ভালো মনে হয়েছে। রাচিন দারুণ বল করেছে। কিন্তু যেভাবে খেলতে চাই আমরা, সবকিছু সেভাবে হয়নি।

ল্যাথাম আরও বলেন, ভেবেছিলাম ১৩০ বা ১৪০ একটি ভালো স্কোর। আমার লক্ষ্য ছিল পুরো ইনিংসজুড়েই ব্যাট করা। কারণ বাকিরা আমার চেয়ে অনেক বেশি বিস্ফোরক। তবে সবাই যেভাবে লড়াই করেছে তাতে আমি গর্বিত।

Exit mobile version