Site icon Jamuna Television

সিনোভ্যাকের ১ কোটি ডোজ টিকা স্থগিত করলো ব্রাজিল

প্রতীকী ছবি।

চীনের সিনোভ্যাকের এক কোটি ২১ লাখ ডোজ করোনা টিকার ব্যবহার স্থগিত করেছে ব্রাজিলের ফেডারেল স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা ‌‘আনভিসা’। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শনিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানায়। কারণ হিসেবে বলা হয় এসব টিকা অনুমোদনহীন কারখানায় তৈরি করা হয়েছে।

আনভিসা জানিয়েছে, ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত বুটানটান ইনস্টিটিউট গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) তাদেরকে বিষয়টি সম্পর্কে অবহিত করার পর সতর্কতার অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সিনোভ্যাকের টিকা স্থানীয়ভাবে ভায়ালে ভরে প্যাকেটজাত করার জন্য বুটানটান ইনস্টিটিউটের সাথে চুক্তি করা হয়।

আনভিসা বলেছে, ‌‌তারা ওই উৎপাদন ইউনিটটি পরিদর্শনও করেনি এবং এসব টিকার জরুরি ব্যবহারের অনুমোদনও দেয়নি। এসব টিকা নিয়ে কোনো মানুষ যাতে সম্ভাব্য ঝুঁকির মুখে না পড়েন, তাই সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে তারা এই স্থগিতাদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ব্রাজিলে টিকাদান কর্মসূচি শুরু হয়। বেশিরভাগ মানুষ চীনের সিনোভ্যাকের তৈরি কোভিড টিকা নিয়েছেন।

Exit mobile version