Site icon Jamuna Television

কলেজে ছাত্রীদের টয়লেট থেকে নবজাতক উদ্ধার

উদ্ধার হওয়া নবজাতক।

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে কলেজ কর্তৃপক্ষ। শিশুটিকে উদ্ধার করে প্রথমে মা ও শিশু হাসপাতালে পাঠায় কলেজ কর্তৃপক্ষ। পরে ভর্তি করা হয় সদর হাসপাতালে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে।

কলেজের প্রভাষক রশ্মী চাকমা জানান, কান্নার শব্দ শুনতে পেয়ে টয়লেট থেকে একটি নবজাতক উদ্ধার করেন কলেজের অফিস সহায়ক রেনু ধরসহ অন্যরা।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, আজ অ্যাসাইনমেন্ট জমা দিতে কলেজে আসে বহু শিক্ষার্থী। এসময় ছাত্রীদের কমন রুমের টয়লেটে নবজাতকের কান্না শুনে কর্তৃপক্ষকে খবর দেন তারা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। প্রয়োজনীয় চিকিৎসার জন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

শিশুটির অভিভাবক নির্ধারণে আইনি প্রক্রিয়া চলছে বলে জানা গেছে হাসপাতাল সমাজসেবা কার্যালয় থেকে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ বলেন, শিশুটির অভিভাবক শনাক্ত না হওয়ায় আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে। এবিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া চলছে।

Exit mobile version