Site icon Jamuna Television

কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

ত্রিদেশীয় টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। ফলে টানা দুই পরাজয়ে আসর থেকে বিদায় নিলো জেমি ডে শিষ্যরা।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত এ ম্যাচে কোচ জেমি ডে একাদশে পরিবর্তন আনলেও তাতে খুব একটা লাভ হয়নি। প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় ফিফা র‍্যাংকিংয়ের ৯৬ নাম্বার দল কিরগিজস্তান। দ্বিতীয়ার্ধে কিরগিজস্তান আরও দু’টি গোল করে। বাংলাদেশ একটি গোল শোধ করলেও তাতে পরাজয় এড়াতে পারেনি জেমি ডে শীষ্যরা।

বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার মাহবুবুর রহমান সুফিল। তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকো প্রতিরোধের দেয়াল না তুলে দাঁড়ালে আরও গোল হজম করতে হতো বাংলাদেশকে।

এর আগে, ত্রিদেশীয় এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে ১-০ গোলে হারিয়েছিলো স্বাগতিক উজবেকিস্তান। আর বাংলাদেশকে ২-০ গোলে হারায় ফিলিস্তিনের। আজকের ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে বাংলাদেশ।

/এসএইচ

Exit mobile version