Site icon Jamuna Television

রাজশাহীতে পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

পাখি হত্যার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয়

নওগাঁ প্রতিনীধি:

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনে দু’টি গাছ কেটে শামুকখোল পাখির প্রতি নিষ্ঠুরতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে শহরের মুক্তির মোড়ে একুশে পরিষদ নওগাঁ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন মানা যায় না। এসব উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করলে সাধারণ মানুষ মেনে নেবে না। বক্তারা এমন ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে।

এসময় সংগঠনটির সভাপতি ডি এম আব্দুল বারী, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, বিষ্ণু প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version