Site icon Jamuna Television

কঙ্গনা এবার সীতা!

কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত

করিনা কাপুর খান নন, ‘সীতা: দ্য ইনকারনেশন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত।

ছবির একটি পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে পরিচালক অলৌকিক দেশাইকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

পরিচালক নেটমাধ্যমে লিখেছেন, ‘যা এতদিন মরীচিকার মতো লাগত, তা এখন বাস্তব মনে হচ্ছে। এমন এক ধার্মিক চরিত্রকে আগে কখনও পর্দায় আবিষ্কার করা হয়নি। কঙ্গনা রানাউতকে সীতা হিসেবে পেয়ে আমি খুবই খুশি।’ পরিচালকের পোস্টকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে এনে কঙ্গনা লিখেছেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

এর আগে এই চরিত্রে অফার দেয়া হয়েছিল কারিনা কাপুরকে। তবে তিনি এর জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়ে বসেন। সীতার মতো চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও এত টাকা দাবি করায় ক্ষুব্ধ হয়েছিলেন অনেকেই। ট্রোল-কটাক্ষের মুখেও পড়তে হয় কারিনাকে। এরপরই তার বদলে নাম এল কঙ্গনার।

তবে পারিশ্রমিকের বিতর্কের কারণেই কারিনা এই ছবি থেকে বাদ পড়লেন কি না তা স্পষ্ট নয়।

Exit mobile version