Site icon Jamuna Television

তালেবান ঘুরে বেড়াচ্ছে শিশু পার্কে! (ভিডিও)

বাম্পার কারে চড়ে রাইড উপভোগ করছেন তালেবান সদস্যরা।

দুর্ধর্ষ তালেবান সদস্যরা ঘুরে বেড়াচ্ছেন শিশু পার্কে! একের পর এক রাইডে চড়ে শিশুদের মতোই মেতে উঠেছেন উচ্ছ্বাসে। এমন দৃশ্য দেখা গেলো কাবুল সিটি পার্কে। আজকাল আফগানিস্তানের বিভিন্ন বিনোদন কেন্দ্রে এমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তালেবান সদস্যদের।

লড়াইয়ের ময়দানের দুর্ধর্ষ যোদ্ধা তারা। যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট সরকারি বাহিনী লেজ গুটিয়ে পালিয়েছে, তাদের ভয়েই। আপাতত এই তালেবান সদস্যদের লড়াই বাম্পার কার নিয়ে।

তালেবান সদস্যদের পার্কের বিভিন্ন রাইড উপভোগের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

কাবুল সিটি পার্কে এখন মাঝেমধ্যেই শিশুসুলভ খেলায় মেতে থাকতে দেখা যাচ্ছে অনেক তালেবান সদস্যকে। রোলার কোস্টার থেকে ফেরিস হুইল, দিনভর হইচইয়ে বাদ যাচ্ছে না কোনো রাইড। কিছুক্ষণের জন্য সত্যিকার মারণাস্ত্র সরিয়ে রেখে শ্যুটিংয়ের কোর্টে বেলুন ফাটানোর খেলায়ও মেতেছেন তারা।

তালেবান সদস্যরা ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ালেও, অনিশ্চয়তা কাটেনি, আফগানিস্তানের সাধারণ মানুষের। অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিনোদন কেন্দ্রগুলোয় উপস্থিতি খুবই কম।

কাবুলের সিটি পার্কে আসা এক দর্শনার্থী বলেন, মানুষ এখনও অনেক ভয় পাচ্ছে। শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। সে কারণেই পার্কে ভীড় নেই। প্রতিমুহূর্তেই পরিস্থিতি পাল্টাচ্ছে, তাই সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। আশা করি দ্রুত এ অবস্থার উন্নতি হবে।

শিশুদের নিয়ে পার্কে আসা এক অভিভাবক বলেন, নিরাপত্তা ব্যবস্থা এখন ভালোই। তবুও নিশ্চিন্ত হতে পারছি না, কারণ অনেক কিছুই বদলে গেছে।

নব্বইয়ের দশকে ক্ষমতা দখলের পর টেলিভিশন, গানবাজনা, ভিডিও গেইমসসহ বিনোদনের বিভিন্ন মাধ্যম বন্ধ করে দিয়েছিল তালেবান। নিয়ম ভঙ্গ করলে ছিল কঠোর শাস্তির বিধান। এবার কিছুটা উদার নীতির ঘোষণা দিয়ে তালেবান জানায়, শরীয়া আইন মেনে চলতে পারবে সাংস্কৃতিক কর্মকাণ্ড।

/এসএইচ

Exit mobile version