Site icon Jamuna Television

প্রথম বিয়ে নিয়ে মুখ খুললেন যশ, আছে ৯ বছরের এক ছেলে

অভিনেতা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ। ছবি: সংগৃহীত

এবার নিজেই প্রথম বিয়ে-সন্তান নিয়ে মুখ খুললেন অভিনেতা যশ। ছোট পুত্র ঈশান প্রসঙ্গে বলতে গিয়ে বড় পুত্রকে নিয়ে কথা বলেন যশ।

গণমাদ্যমকে এই অভিনেতা বলেন, ঈশান খুব ছোট। সবে ১৫ দিন বয়স। এত তাড়াতাড়ি কিচ্ছু পরিবর্তন হয় না। আমার ছেলে আছে, যার বয়স ৯ বছর হয়ে গেছে।

অভিনেত্রী নুসরাত জাহান নতুন মা হওয়ার পর থেকে যশের আরেকটি বিয়ের কথা সামনে আসে। সেই ঘরে ৯ বছরের একটি ছেলেও রয়েছে। সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাতকারও দিয়েছেন যশের সাবেক স্ত্রী শ্বেতা। তবে আগের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে বলে জানা গেছে।

জন্ম সনদ সূত্রে নুসরাত পুত্রের পিতৃপরিচয় জানা গেছে। কলকাতা পৌরসভার ওয়েবসাইটে জন্ম সনদে দেখা যায়—নুসরাত পুত্রের নাম ঈশান দাশগুপ্ত। বাবার নাম দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ। মায়ের নাম নুসরাত জাহান রুহি। যার রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩। তবে এ বিষয়ে কিছু বলেননি যশ।

এর আগে আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, মুম্বাইয়ে যশের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। আমাদের ছেলেও আছে।

যশের সাবেক স্ত্রী বলে কেউ আপনাকে চেনে না কেন, এমন প্রশ্নের জবাবে শ্বেতা বলেন, কোনো দিন সামনে আসিনি। তাই হয়তো।

নুসরাত সম্পর্কে শ্বেতা বলেন, আমি নুসরাতকে দেখেছি। কিন্তু চিনি না। তাই কিছু বলতে চাই না।

প্রসঙ্গত, যশ যখন মুম্বাইয়ে কাজ করতেন তখন শ্বেতাকে বিয়ে করেন। এ সংসারে জন্ম নেয় যশের প্রথম সন্তান। শ্বেতা মুম্বাইয়ে থাকেন। কিন্তু পুত্র যশের সঙ্গে কলকাতায় থাকে। তবে ছেলেকে এখনো প্রকাশ্যে আনেননি এই অভিনেতা। মুম্বাইয়ের বাসিন্দা শ্বেতা একটি সংবাদমাধ্যমের কর্মী।

Exit mobile version