Site icon Jamuna Television

শাহিন আফ্রিদি পরবেন হবু শ্বশুর শহীদ আফ্রিদির জার্সি

ছবি: সংগৃহীত

হবু শ্বশুরের জার্সি নাম্বার পরে খেলবেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির ১০ নম্বর জার্সির মালিক এখন এই তরুণ পেসার।

আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এ বছরই শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসার সাথে বাগদান হতে যাচ্ছে তার।

এর আগে ১০ নম্বর জার্সি পরে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন শহীদ আফ্রিদি। তার অবসরের পর সেই জার্সি তুলে দেয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। এই জার্সি পরেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তিনি। অভিষেকের পর এতদিন ৪০ নম্বর জার্সি পরে খেলে আসছেন শাহিন শাহ আফ্রিদি।

/এম ই

Exit mobile version