Site icon Jamuna Television

টেলিভিশন সম্প্রচারের বিষয়ে ইতিবাচক তালেবান

সংগৃহীত ছবি

আফগানিস্তানে আগের তুলনায় উদার তালেবান সরকার। অন্যান্য ইস্যুর সাথে এবার টেলিভিশন সম্প্রচারের বিষয়েও তারা ইতিবাচক।

১৯৯৬ সালে যখন তালেবান প্রথমবার ক্ষমতায় আসে তখন বন্ধ করা হয়েছিল টেলিভিশন ও সিনেমা হল। তবে এবার বিদেশি চ্যানেল ও অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় দিয়েছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকার। আর তাই স্বস্তিতে অনুষ্ঠান উপভোগের জন্য টেলিভিশন ও স্যাটেলাইট সংযোগ কিনছে সাধারণ মানুষ।

তবে নির্দিষ্ট কিছু বিদেশি চ্যানেলের ওপর কড়াকড়ি আরোপ করেছে তালেবান। ফলে কেবল অপারেটররা সেসব চ্যানেলের সম্প্রচার করতে পারছেন না। তাই, চাহিদা বেড়েছে সেটটপ বক্স, ডিশ অ্যান্টেনা আর রিসিভারের।

Exit mobile version