Site icon Jamuna Television

শি জিনপিংয়ের প্রসংশায় পঞ্চমুখ পাকিস্তানের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্টকে ‘গণমানুষের নেতা’ হিসেবে আখ্যা দিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। চীনের গণমাধ্যমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে শি জিনপিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।

আরিফ আলভি বলেন, বিশাল জনসংখ্যার দেশ হওয়া স্বত্ত্বেও চীনের পক্ষে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হয়েছে। যার মূল কারণ- শি জিনপিংয়ের যোগ্য নেতৃত্ব।

এসময়- করোনা মহামারি, সীমান্ত সংঘাত, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে চীনের প্রেসিডেন্টের কার্যকর পদক্ষেপের কথা উল্লেখ করেন পাক প্রেসিডেন্ট। তিনি বলেন, যেভাবে করোনা মোকাবেলার মাধ্যমে আবারও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছে চীন, তা অনন্য উদাহারণ। চীনের বিভিন্ন উদ্যোগের কারণে বৈশ্বিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করেন তিনি।

Exit mobile version