Site icon Jamuna Television

মহাসাগরের নিরাপত্তা নিয়ে ত্রিদেশীয় চুক্তি দায়িত্বজ্ঞানহীনতা: চীন

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতার লক্ষ্যে ‘নিরাপত্তা চুক্তি’ স্বাক্ষরের মাধ্যমে সংকীর্ণতা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলো যুক্তরাষ্ট্র-ব্রিটেন ও অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, যৌথভাবে পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করলে, নিঃসন্দেহে সেটি আঞ্চলিক শান্তিকে ধ্বংস করবে। এছাড়াও এতে পেশিশক্তির প্রয়োগের মাত্রা বাড়বে, কমবে নিরস্ত্রীকরণ বিধিমালার প্রভাব।

তিনি বলেন, ত্রিদেশীয় নিরাপত্তা চুক্তি এটাই প্রমাণ করে, আবারও ভূ-রাজনীতির হাতিয়ার হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হচ্ছে। এনপিটির সদস্য হয়েও অস্ট্রেলিয়া কেন এ উদ্যোগ নিলো, সে ব্যাপারে দেশটিকে জিজ্ঞাসাবাদ করুক প্রতিবেশীসহ আন্তর্জাতিক সম্প্রদায়।

Exit mobile version