Site icon Jamuna Television

ফেরি চালুর দাবিতে জাজিরা-শিমুলিয়া ঘাটে চলছে গণ-অনশন

শরীয়তপুরের জাজিরা- শিমুলিয়া নৌপথে ফেরি চালুর দাবিতে মঙ্গল মাঝি সাত্তার মাদবর ঘাটে চলছে গণ-অনশন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে গণ-অনশন শুরু করে পদ্মা সেতু রক্ষা কমিটি নামের একটি সংগঠন।

পদ্মা সেতুতে বারবার আঘাতের কারণে ১৮ আগস্ট থেকে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এরপর থেকে জরুরি যানবাহন নিয়ে বিপাকে পড়ে চালক আর যাত্রীরা। দুর্ভোগ লাঘবে জাজিরা-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচলের জন্য মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ঘাটে নতুন ফেরিঘাট নির্মাণ হলেও এখনো চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারি সংগঠনসহ স্থানীয়দের।

Exit mobile version