Site icon Jamuna Television

এখনো সন্ধান মিলেনি কর্ণফুলী নদীতে নিখোঁজ কিশোরের

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ কিশোর রাহাতের খোঁজে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কর্ণফুলী নাদীতে ভাটা চলাকালীন সময়ে নিখোঁজ হন ওই কিশোর।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রবল জোয়ারের কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। তবুও সাধ্যমতো চেষ্টা চলছে। দুপুরের পর ভাটা শুরু হলে আবারও পুরোদমে উদ্ধার কার্যক্রম শুরু হবে। যদিও ইতোমধ্যে নিখোঁজের স্থান থেকে প্রায় ২ কিলোমিটার এলাকা খোঁজা হয়েছে।

শুক্রবার দুপুরে ৬ থেকে ৭ জন বন্ধু আনুমাঝির ঘাট এলাকায় গোসল করতে নামে। ভাটা শুরু হলে তলিয়ে যায় ১৩ বছরের রাহাত। খবর পেয়ে গতকাল রাত পর্যন্ত অভিযান চালায় ডুবুরি দল। সকাল থেকে আবারও চলছে এই তৎপরতা। নগরীর কামালগেট এলাকায় থাকে রাহাতের পরিবার। তার দেশের বাড়ি বরিশালে।

Exit mobile version