Site icon Jamuna Television

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ আজ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আজ আদেশ দেবেন হাইকোর্ট। মামলাটি আজকের কার্যতালিকার এক নম্বরে রয়েছে।

তবে এখনও নিম্ন আদালতের মামলার নথি পৌঁছায়নি হাইকোর্টে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেবেন।

৮ মার্চ এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়। ওই দিন হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত জামিনের বিষয়ে আদেশের জন্য কার্যতালিকায় রাখেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন তিনি।

Exit mobile version