Site icon Jamuna Television

সম্পর্কের গুঞ্জনের পর এই প্রথম একসাথে ছবি দিলেন যশ-নুসরাত

ছবি: সংগৃহীত

যশ ও নুসরাতের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল অনেক আগে থেকেই। নুসরাত যখন অন্তঃসত্বা ছিলেন তখনই তার তৎকালীন স্বামী নিখিল জৈন দাবি করেছিলেন নুসরাতের গর্ভের সন্তান তার না।

এ ঘটনার পরই নুসরাতের সাথে যশের ঘনিষ্ঠতার বিষয়টি নিয়ে কানাঘুষা শুরু হয়। এরপরে একসাথে দুজনে কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি শেয়ার করেননি। এখন যশ ও নুসরাতের সম্পর্কের বিষয়টি সবার কাছে প্রকাশ্য। নুসরাতের গর্ভজাত ঈশানের বাবা হিসেবেও নিজেকে স্বীকার করে নিয়েছেন যশ।

তবে এতদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আড়াল করলেও এবার ইনসটাগ্রামে নিজেদের একটি সেলফি শেয়ার করেন এ তারকা দম্পতি। নুসরাতের ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগারওয়ালের জন্মদিনে গিয়ে তোলা ছবি যশ ইনসটাগ্রাম স্টোরিতে দিলে সেটি শেয়ার করেন নুসরাতও। সেলফি তোলার দায়িত্বে ছিলেন যশই। যেখানে প্রভাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এদিন দুজনেই সেজেছিলেন কালো পোশাকে।

Exit mobile version