Site icon Jamuna Television

চাঁদা না দেয়ায় মেট্রোরেল কর্মীদের ওপর হামলা

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল সংলগ্ন রাস্তার কাজ করার সময় চাঁদা না দেয়ায় হামলা চালানো হয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মীদের উপর।

এ নিয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জনি এন্টারপ্রাইজ নামের ওই ঠিকাদার প্রতিষ্ঠানের টিনশেড সাইট অফিসে ঢোকে প্রায় ২৫ জনের একটি দল। তাদের একদম সামনে দেখা শেরেবাংলা নগর থানা পুলিশের ইন্সপেক্টর অপারেশনের ড্রাইভার রাজিবকে।

এসময় সেখানে থাকা দুজনকে বেদম মারধর করা হয়। মামলায় অভিযোগ করা হয়, কয়েকদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিল স্থানীয় কিছু যুবক। তা না দেয়ায় এই হামলা। এ নিয়ে সন্ধ্যায় থানায় গেলে পুলিশ শুরুতে মামলা নেয়নি। পরে মধ্যরাতে মামলা নেয় পুলিশ।

Exit mobile version