Site icon Jamuna Television

আজ মহালয়া

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। আর আজ বুধবার (৬ অক্টোবর) দেবীপক্ষের শুরুর দিন, শুভ মহালয়া। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয়। মূলত পৃথিবীতে প্রয়াত আত্মাদের সমাবেশকেই মহালয়া বলা হয়। শারদীয় দুর্গাপূজার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ এই মহালয়া।

এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে, তাই এ দিন থেকেই দিন গণনা শুরু হয় দুর্গাপূজার। মহালয়ায় দেবী দুর্গার চক্ষুদান করা হয়।

আগামীকাল ভোর থেকে পূজা উপলক্ষে শুরু হবে ঢাকাসহ সারাদশে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য মন্দিরেও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহালয়ার ছয় দিন পর ১১ অক্টোবরই দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১২ অক্টোবর মহাসপ্তমী, ১৩ অক্টোবর মহা অষ্টমী এবং ১৪ অক্টোবর মহানবমী শেষে ১৫ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব। করোনার কারণে জনসমাগম এড়াতে এবার প্রায় কোথাওই হচ্ছে না কুমারী পূজার আয়োজন।

Exit mobile version