Site icon Jamuna Television

দেড় বছরের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখলো বিশ্ব

দেড় বছরের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখলো বিশ্ব

ছবি: সংগৃহীত

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে তিন লাখের নিচে।

করোনাভাইরাস কেড়ে নিলো ৪৮ লাখ ৬৭ হাজার মানুষের প্রাণ। মহামারির দেড় বছরে, রোববার সর্বনিম্ন মৃত্যু দেখলো বিশ্ব।

দিনের সর্বোচ্চ এবং রেকর্ড ৯৬২ জনের মৃত্যু দেখলো রাশিয়া। তবে সংক্রমণ শনাক্তে সবার ওপরে ছিলো ব্রিটেন। রোববার- দেশটির সাড়ে ৩৪ হাজার মানুষের দেহে নতুনভাবে মিললো ভাইরাসটি। এদিন- যুক্তরাষ্ট্রে ৫১৭, মেক্সিকোয় ৩৪৮, ইরানে ও রোমানিয়ায় দুই শতাধিক মানুষের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। করোনায়, দু’শর কাছাকাছি মানুষের মৃত্যু হয় তুরস্ক ও ভারতে। বিশ্বে মোট শনাক্ত ২৩ কোটি ৮৬ লাখের ওপর সংক্রমণ।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

এনএনআর/

Exit mobile version