Site icon Jamuna Television

সিনোফার্ম ও সিনোভ্যাকের বুস্টার ডোজ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: সংগৃহীত

চীনের উদ্ভাবিত সিনোফার্ম ও সিনোভ্যাক টিকা গ্রহণকারীদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের বুস্টার ডোজ দেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সোমবার (১১ অক্টোবর) সংস্থাটির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমিউনিজাইশন কমিটির পক্ষ থেকে এই সুপারিশ করা হয়েছে। ল্যাটিন আমেরিকাতে পরিচালিত এক গবেষণার ফলাফলের ভিত্তিতে এই সুপারিশ করা হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম দুই ডোজে যথাযথ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়ায় যাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি এবং ষাটোর্ধ ব্যক্তিদের এই অতিরিক্ত ডোজ দিতে হবে।

এসময় বলা হয়, এই বুস্টার ডোজ যেন প্রথম দুই ডোজ নেয়ার তিন মাসের মাথায় তৃতীয় বা বুস্টার ডোজ প্রদান করা হয়। কারণ কিছুদিন পর টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে।

এর আগে গত সপ্তাহে ডব্লিউএইচও এর বিশেষজ্ঞ প্যানেলের সেক্রেটারি জোয়াচিম হমবাখ বলেন, সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহন করা ব্যক্তিদের মধ্যে যারা বয়স্ক তাদের দেহে দুই ডোজ টিকা কম কাজ করে। যেহেতু অতিরিক্ত আরেক ডোজ টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই ভালো ফলাফলের জন্য তৃতীয় ডোজের প্রত্যাশা করছি।

Exit mobile version