Site icon Jamuna Television

চাকরিতে যোগ দিলেন হ্যারি-মেগান

আলোচিত দম্পতি প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বিনিয়োগ ফার্ম এথিক এ যোগ দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। খবর এএফপির।

গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) এথিকের ওয়েবসাইটে জানানো হয়েছে, হ্যারি-মার্কেল দম্পতি এথিকের ইমপ্যাক্ট পার্টনারস হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে সেখানে হ্যারি-মার্কেলের কাজ বা তাদের পারিশ্রমিক কত হবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি এথিক।

২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এথিক মূলত বিনিয়োগকারীদের পরামর্শ দেয় যে কীভাবে টেকসইভাবে বিনিয়োগ করতে হয়। এছাড়াও তারা জলবায়ু পরিবর্তন ও মানবাধিকারের মতো বিষয়গুলোকেও অগ্রাধিকার দেয়। আলোচিত এ দম্পতি যোগদান কয়ার পর এথিক বলেছে, হ্যারি-মার্কেল দম্পতি আমাদের সাথে একই রকম মূল্যবোধ ভাগাভাগি করেন।

এথিকের প্রত্যাশা, ব্রিটিশ রাজপরিবারের সদস্য হ্যারি ও মার্কেল বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে ফার্মটিকে পৌঁছাতে সহায়তা করবেন।

/এসএইচ

Exit mobile version