Site icon Jamuna Television

বাবা-মাকে দেখে কেঁদে ফেললেন আরিয়ান

পুরনো ছবি।

করোনাবিধির জন্য ভারতের জেলবন্দিরা পরিবারের সঙ্গে সামনাসামনি দেখা করতে পারছেন না। মাসে দুই অথবা তিন বার পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার নিয়ম রয়েছে। শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানও সেই নিয়মেই আবদ্ধ। এবার সেই নিয়মেই বাবা শাহরুখ খান ও মা গৌরী খানের সাথে দশ মিনিট ভিডিও কলে কথা বললেন আরিয়ান খান।

শুক্রবার (১৫ অক্টোবর) শাহরুখ এবং গৌরী খান ভিডিও কলে ছেলের মুখ দেখতে পান। ছেলের কাছে জানতে চাইলেন, জেলে কী কী ঘটছে, আরিয়ানে কী খাবার খাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা। খবর আনন্দবাজার পত্রিকার।

আর্থার রোড জেল সূত্রে জানা যায়, মা-বাবার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ২৩ বছরের তারকা-সন্তান। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জামিন পায়নি শাহরুখপুত্র।

আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার। ফলে জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে জেল হেফাজতেই।

Exit mobile version