Site icon Jamuna Television

প্রবারণা পূর্ণিমা আজ

আজ বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আত্মশুদ্ধি অর্জন এবং অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে গ্রহণের অনুষ্ঠান প্রবারণা।

গৌতম বুদ্ধের সিদ্ধিলাভের পর আষাঢ়ী থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন। তার পর থেকেই বৌদ্ধ সংস্কৃতিতে দিনটি ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়।

কাল থেকে দেশের প্রতিটি বৌদ্ধবিহারে অনুষ্ঠিত হবে কঠিন চীবর দান উৎসব। প্রবারণা পূর্ণিমার অন্য একটি উৎসবময় দিক হলো ফানুস উত্তোলন।

Exit mobile version