Site icon Jamuna Television

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: সংগৃহীত

করোনা মহামারিতে সারাবিশ্বে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় এ তথ্য।

২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রেকর্ড করা হয়েছে প্রাণহানির এই হিসাব। ধারণা করা হয়, বিশ্বজুড়ে বর্তমানে সাড়ে ১০ কোটি চিকিৎসক-গবেষক-স্বাস্থ্যকর্মী কাজ করছেন।

ডব্লিওএইচও প্রধান তেদ্রোস আধানম বলেন, টিকা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সবদেশে অগ্রাধিকার দেয়া উচিত। ১১৯ দেশ থেকে পাওয়া তথ্য অনুসারে, প্রত্যেক পাঁচজন স্বাস্থ্যকর্মীর মধ্যে দু’জন আসছেন টিকাদানের আওতায়।

আঞ্চলিক এবং ধনী-দরিদ্র দেশগুলোর কারণেই এ পার্থক্য- এমনটা জানান ডব্লিউএইচও প্রধান। আফ্রিকার ১০ জন চিকিৎসকের মধ্যে মাত্র একজন পাচ্ছেন টিকা। অন্যদিকে, উন্নত দেশগুলোয় সংখ্যাটি ৮। এর জন্য টিকার অসম বণ্টনকেই দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউএইচ/

Exit mobile version