Site icon Jamuna Television

তেহরানে প্রায় দুই বছর পর জুমার নামাজ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বেশিরভাগ প্রদেশেই জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ মাস পর জামায়াতে নামাজ পড়ার সুযোগ পেলেন ইরানের অধিবাসীরা। স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে অংশ নেন দেশটির সাধারণ জনগণের পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজনীতিকরাও। খবর ওয়াশিংটন পোস্টের।

আল-মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মূলত করোনার কারণে এতদিন দেশটিতে জামায়াতে নামাজের সুযোগ দেয়া হয়নি। তবে শনাক্ত ও মৃত্যু কমায় এবারে সে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এরপরই হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারির ইমামতিতে তেহরানের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ইরানের সরকারের হিসেবে এখন পর্যন্ত পাঁচ কোটি ৮০ লাখ মানুষ দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এবং এক লাখ ২৪ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। তবে সংক্রমণ বর্তমানে কমায় বেশ কিছু স্কুল খুলে দেবে ইরান।

Exit mobile version