Site icon Jamuna Television

পর্ন তারকার কাছে ক্ষতিপূরণ চেয়েছে ট্রাম্পের আইনজীবি

পর্ন তারকা স্টর্মি ডেনিয়েলসের তারকা কাছে চুক্তির ভঙ্গের দায়ে দুই কোটি ডলার বা বাংলাদেশি টাকায় ১৬৬ কোটি টাকার বেশি দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের আইজীবি।

গণ মাধ্যম বিবিসি এক প্রতিবেদন মারফত শুক্রবার এ তথ্য জানায়। বিবিসি জানায়, ট্রাম্পের আইনজীবির দাবি ২০১৬ সালের নির্বাচনের আগে ডেনিয়েলার সাথে ‘প্রকাশ না করা বিষয়ক’ একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

তাদের দাবি, ডেনিয়েলা কমপক্ষে ২০ বার সেই চুক্তি ভঙ্গ করেছেন। ট্রাম্পের আইনজীবি মাইকেল কোহেন বলেন, “চুপ থাকার জন্য সে (ট্রাম্প) তাকে (ডেনিয়েলা) এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

এই প্রথমবারের মতো এই ধরনের একটি ঘটনায় সরাসরি জড়িয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি বরাবরই পর্ন তারকার সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আসছিলেন।

ডেনিয়েলার দাবি, ২০০৬ সালে কয়েক মাসের জন্য ট্রাম্পের সাথে তার সম্পর্ক ছিল। এদিকে তার আইনজীবি স্টেফানি ক্লিফোর্ড প্রকাশ না করা বিষয়ক চুক্তিটি মামলা দায়ের করেছেন।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version