Site icon Jamuna Television

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রকে এসিড নিক্ষেপ

জামালপুর পৌরসভার রশিদপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রকে এসিড মেরেছে এক ছাত্রী। শুক্রবার আহত ছাত্র মাহমুদুল হাসান মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এসিডে মারুফের মুখমণ্ডল ও কাঁধ ঝলসে গেছে।

জানা যায়, মারুফ জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইলেকট্রনিকস টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র। অপরদিকে ঝাউগড়া বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ভাবনা আক্তার রিয়া মারুফকে অনেকদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মারুফ সাড়া দিচ্ছিলো না।

ঘটনার দিন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মারুফ রিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় রিয়া মারুফকে বাড়ির ভেতরে বৈদ্যুতিক লাইনের ত্রুটি ঠিক করে দিতে বলে। দিনের বেলা এসে ঠিক করে দেবে বলে চলে যাচ্ছিল মারুফ। এ সময় আকস্মিক মারুফের মুখে এসিড ছুড়ে মারে রিয়া।

মারুফ চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ছাত্রী ভাবনা আক্তার রিয়া ও তার মা হাসি বেগম সুজেদাকে আটক করেছে পুলিশ। মারুফের বাবা দুদু মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেছেন।

Exit mobile version