Site icon Jamuna Television

জামিনে বের হয়ে মাকে খুন করলো ছেলে!

২৭ অক্টোবর বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে ছেলে। নিহতের নাম মনোয়ারা বেগম (৬৫)। এ ঘটনায় দায় স্বীকার করায় তার ছেলে মমিন দেওয়ানকে (৪২) আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে আজ ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত আবুল হাশেমের ছেলে মমিন দেওয়ান তার ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। ফেসবুকে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে হত্যাকারীর ছবি দেখে স্থানীয়রা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাটিরগাঁও এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র বলছে, এক সন্তানের জনক মমিন ১৭ বছর আগে ২০০৩ সালে রুব্বান নামের তাঁর এক চাচাতো বোনকে হত্যা করেন। এ ঘটনায় দীর্ঘদিন কারাগারে থাকার পর তিন মাস আগে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসেন তিনি।

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদুল ইসলাম বলেন, জেল থেকে বেরিয়ে নানা কারণে মমিন হতাশায় ভুগছিলেন। এদিকে আরও আগে থেকে মাকে হত্যার হুমকি দিত বলে জানা গেলেও প্রকৃতপক্ষে কেন এই হত্যা- সেটি নিশ্চিত হওয়া যায়নি।

Exit mobile version