Site icon Jamuna Television

সরকারি ভ্রমণেও যেতে মানা ব্রিটেনের রানির

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এসময় তাকে সরকারি ভ্রমণে না যাওয়া পরামর্শও দেয়া হয়। তবে চাইলে বাসায় হাঁটা চলা করতে পারবেন তিনি।

শনিবার (৩০ অক্টোবর) বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ কথা জানানো হয়। গেল ২০ অক্টোবর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ৯৫ বছর বয়সী রানি।

সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রানি বাতিল করেন নর্দান আয়ারল্যান্ড ভ্রমণ। এমনকি যোগ দিতে পারছেন না এবার গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনেও। তবে সরাসরি যেতে না পারলেও প্রতিনিধিদের উদ্দেশে রেকর্ড করা ভিডিও বার্তা পাঠাবেন তিনি।

Exit mobile version