Site icon Jamuna Television

পরাজয়ের বৃত্ত ভাঙতে বিকেলে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন হারে ইতোমধ্যে ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে অবশ্য সেমিফাইনালের ক্ষীণ আশাও আছে। কিন্তু সেটা বাস্তবতায় আসতে অনেক কিছু মিরাকল একসঙ্গে ঘটতে হবে। যা আসলেই অবাস্তব, কিন্তু এখনও অনেক কিছু পাবার আশায় টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। তার লক্ষ্য আসরের বাকি থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে শেষটা মধুর করা।

সেই লক্ষ্য নিয়ে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে টাইগাররা বাংলাদেশ সময় বিকেল ৪টায় মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচে জয় দিয়েই টাইগাররা ভাঙতে চায় হারের বৃত্ত। শেষটা রাঙাতে চায় জয়ে।

অবশ্য টি-টোয়েন্টি সংস্করণে এখনও প্রোটিয়াদের বিপক্ষে জয়হীন বাংলাদেশ। মুখোমুখি দেখায় ৬টি ম্যাচেই হেরেছে টাইগাররা। এবার হারের বৃত্ত ভাঙতে চায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পাশাপাশি সুপার টুয়েলভেও প্রথম জয় পেতে উন্মুখ রয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

অবশ্য বাংলাদেশ শিবিরে বড় একটা ধাক্কা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের চোট। তবে সাকিবের বদলি হিসেবে বিশ্বকাপে ডেব্যু হতে যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। দলে থাকছে বিতর্কিত সৌম্য ও লিটন কুমার দাশও। বিষয়টি জানিয়েছেন, বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো।

ইউএইচ/

Exit mobile version