Site icon Jamuna Television

শেষভাগে ঝড় তুলতে হবে ক্যারিবিয়ানদের

নিকোলাস পুরানের বাউন্ডারি। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ১৯০ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। ১১.১ ওভার শেষে নিকোলাস পুরানের উইকেটটিও হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে ক্যারিবিয়ানরা। জয়ের জন্য ৫৩ বলে উইন্ডিজের দরকার ১১৮ রান। অর্থাৎ, পোলার্ড, রাসেল, ব্রাভোরা আজ ঝড় না তুললে জয় থেকে দূরেই থাকতে হবে ক্যারিবিয়ানদের।

রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাহাড়সম টার্গেটকে আরও বড় বানিয়ে সাজঘরে ফিরে গেছেন ক্রিস গেইল। তার সাথে ইনফর্ম এভিন লুইসের উইকেটও হারায় কাইরন পোলার্ডের দল।

বাঁহাতি পেসার বিনুকা ফার্নান্দোর ১৩৩ কিলোমিটার/ঘণ্টার হাফভলিকে মিড অফে তুলে দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার সহজ ক্যাচে বিদায় নেন ক্রিস গেইল। একই ওভারে ফিরে যান ইনফর্ম ওপেনার এভিন লুইস। রোস্টন চেজকে নিয়ে পাল্টা আঘাতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন নিকোলাস পুরান। বিনুকার করা চতুর্থ ওভারে ১৫ রানও তুলেছেন পুরান। কিন্তু করুনারত্নের বলে রাজাপাকসের দুর্দান্ত ক্যাচে রোস্টন চেজও আউট হয়েছেন দলীয় ৪৭ রানের মাথায়।

নিকোলাস পুরানের মারকুটে ব্যাটিংয়ে ৬ ওভার শেষে ৫৪ রান তুলে ফেলা উইন্ডিজ আবার রানের গতি কমিয়ে দিতে বাধ্য হয় মাহিশ থিকশানার বোলিংয়ে। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়েছেন শ্রীলঙ্কার এই রহস্যময় স্পিনার। নিকোলাস পুরানের ৩৩ বলে ৪৬ রানের গতির সাথে তাল মেলাতে পারছেন না আরেক হার্ড হিটার শিমরন হেটমায়ার। এই বাঁহাতির সংগ্রহ ১৫ বলে মাত্র ৯ রান। আর একমাত্র যার ব্যাটে ছিল প্রতিরোধের চেষ্টা, সেই হেটমায়ারও ফিরে গেছেন ৪৬ রান করে।

Exit mobile version