Site icon Jamuna Television

প্রথমবারের মতো সন্তানকে সামনে আনলেন নুসরাত

ছবি: সংগৃহীত।

দীপাবলিতে চমক দিলেন নুসরাত জাহান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন সদ্যোজাত ছেলে ঈশানের ছবি। তবে নিজের ও স্বামী যশ দাশগুপ্তের দীপাবলি উদযাপনের ছবিও পোস্ট করেছেন নায়িকা।

বেগুনি সিল্ক শাড়ি পরে ছিলেন নুসরাত, সাথে হাল্কা গয়না। আঁচলের ফাঁকে বেরিয়ে ছোট্ট মাথা। হাই কোর্টের রায় মেনে পরিবেশবান্ধব দীপাবলি উদযাপন করলেন এই সাংসদ-তারকা।

এর আগে, ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। সন্তান জন্ম নেয়ার পর থেকেই এই সন্তানের বাবা কে তাই নিয়েই চলে নানা গুঞ্জন। পরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নুসরাত জানান, অভিনেতা যশদাশ গুপ্তই নুসরাতের সন্তানের বাবা।

Exit mobile version