Site icon Jamuna Television

মেক্সিকোর টোল বুথে ট্রাকের চাপায় নিহত ১৯, পিষ্ট ৬টি গাড়িও

ছবি: সংগৃহীত।

মেক্সিকোর একটি মহাসড়কে পণ্যবাহী এক ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত হয়েছেন ১৯ জন। এ ঘটনায় আরও ছয়টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়। শনিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে মেক্সিকো সিটিকে পুয়েবলা শহরের সাথে সংযোগকারী মহাসড়কে ঘটে এ ঘটনা। এতে আহত হয়েছেন আরও তিনজন। তাদের নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

পুলিশ সূত্রে জানা যায়, এ দিন ওই মহাসড়কের টোলবুথে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। এ সময় সামনে থাকা বেশ কয়েকটি গাড়িকে টেনে নিয়ে যায় বেশকিছু দূর, এতে কয়েকটিতে আগুনও লেগে যায় তাৎক্ষণিক। তবে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনে প্রশাসন।

এ নিয়ে প্রাদেশিক সড়ক কর্তৃপক্ষের (সিএপিইউএফই) এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত যানবাহনগুলোকে ঘটনাস্থল থেকে সরানো হচ্ছে। দুর্ঘটনার পর থেকে সড়কের ওই অংশে যানচলাচল বন্ধ র‍াখা হয়েছে বলেও জানানো হয় এই বিবৃতিতে।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, সম্পূর্ণ দুমড়েমুচড়ে যাওয়া গাড়িগুলোকে সরাতে তৎপর সিএপিইউএফই সদস্যরা। অন্য ভিডিওগুলোতে ধ্বংসপ্রাপ্ত গাড়িগুলোতে ভয়াবহ অগ্নিসংযোগের দৃশ্যও দেখা যায়।

Exit mobile version