Site icon Jamuna Television

গায়ে যৌন নির্যাতকদের নাম লিখে আত্মহত্যা

আত্মহত্যার আগে নিজের সারা গায়ে লিখে গেছেন যৌন নির্যাতনকারীদের নাম। এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায়।

২০ বছর বয়সী স্নাতক শ্রেণির ওই ছাত্রী তার গায়ে লিখেছেন, “আমি আত্মহত্যা করছি। এর জন্য পাশের গ্রামের সঞ্জয় ওরফে সঞ্জু, তার ভাবী রুবি, এবং তার সহযোগী সনু দায়ী। দয়া করে তাদের শাস্তি দিন, তাদের ফাঁসি দিন।”

পুলিশের অতিরিক্ত সুপার অরুণ কুমার শ্রীবাস্তব বলেন, “দুই যুবক মেয়েটিকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা ও মেয়েটির গায়ে লেখা আত্মহত্যা সম্পর্কিত চিরকুটের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।”

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version