Site icon Jamuna Television

কাল ঢাকায় আসছে পাকিস্তান দল

ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে আটটায় ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর বাংলাদেশে সিরিজ খেলতে আগেভাগেই চলে আসছে তারা।

ঢাকায় আসার পর ১৪ এবং ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টাইনে থাকবে পাকিস্তান। এরপর তিন দিন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা।

মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ গড়াবে ১৯ নভেম্বর। আর একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে বাকি ম্যাচ দুটি। এদিকে, চট্টগ্রামে ২৬ নভেম্বর প্রথম টেস্ট এবং ৪ ডিসেম্বর ঢাকায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে লড়বে পাকিস্তান। সিরিজ শেষে ৯ ডিসেম্বর ঢাকা ত্যাগের কথা রয়েছে বাবর আজমের দলের।

Exit mobile version