Site icon Jamuna Television

নোয়াখালীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ২

সরকারি জলাশয়ের মাছ ধরাকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়িতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২ জন গুলিবিদ্ধ হয়েছে।

পুলিশ জানায়, নোয়াখালী ও কুমিল্লার সীমান্তবর্তী একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার জাওড়া গ্রামবাসী নোয়াখালীর শাকতলা গ্রামের মানুষের সাথে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায়। একপর্যায়ে দু’পক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এলোপাতাড়ি গুলিতে শাকতলা গ্রামের দু’জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ মোহসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। সোলেমান নামের অপর একজনকে নোয়াখালী জেনারেল হাতপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version