Site icon Jamuna Television

কারখানার শ্রমিকদের ভ্যাকসিন দেয়া শুরু

দেশের বিভিন্ন স্থানের কলকারখানার শ্রমিকদের ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে সাভারের ডিইপিজেডের পুরাতন জোন হাসপাতালের ভেতরে টিকা কার্যক্রম শুরু হয়। ইপিজেডের কল-কারখানার শ্রমিকদের টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। প্রথম দিনে এক হাজার শ্রমিককে দেয়া হচ্ছে অ্যাস্ট্রাজেনেকার টিকা।

অন্যদিকে চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্রেও চলছে টিকাদান কর্মসূচি। কোনো রকম নিবন্ধন ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়েও নেয়া যাচ্ছে টিকা।

২৮ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলার কথা রয়েছে।

Exit mobile version