Site icon Jamuna Television

৭ ঘণ্টা মর্গের ফ্রিজারে, ময়নাতদন্তের ঠিক আগেই নড়ে উঠল যুবক!

প্রতীকী ছবি।

দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন এক ব্যক্তি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর পর সুরেশকুমার নামে ওই ব্যক্তির দেহ হাসপাতালেই মর্গের ফ্রিজারে রাখা হয়। কিন্তু সকলকে চমকে দিয়ে সেই দেহে প্রাণ ফিরল! অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিদ্যুৎ-মিস্ত্রি সুরেশ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন গত বৃহস্পতিবার। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য সুরেশের দেহ মর্গের ফ্রিজারে রাখা হয়। সুরেশের পরিবারকে ডেকে দেহ শনাক্ত করিয়ে ময়নাতদন্তের জন্য অনুমতিও নেওয়া হয়।

ততক্ষণে বেশ কয়েক ঘণ্টা কেটে গেছে। এর মধ্যেই সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন দেহটি নড়ছে। পরিবারের অন্য সদস্যরাও বিষয়টি খেয়াল করেন। সঙ্গে সঙ্গে তারা চিকিৎসককে দেহটি ভাল ভাবে পরীক্ষা করার অনুরোধ করেন। চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পর ফের হাসপাতালে সুরেশকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

পরিবারের দাবি, চিকিৎসা চলছে সুরেশের। তার জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকরা আশ্বাস দিয়েছেন সঙ্কট কেটে গেছে।

Exit mobile version