Site icon Jamuna Television

পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে গ্রেনেড হামলা, সর্বোচ্চ সতর্কতা জারি

ছবি: সংগৃহীত।

ভারতের পাঞ্জাবের পাঠানকোট শহরের এক সামরিক ঘাঁটিতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই গোটা পঠানকোট শহরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ বলছে, সোমবার (২২ নভেম্বর) স্থানীয় সময় সকালেই সেখানকার সেনা ছাউনি ত্রিবেণী গেটের সামনে একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। এই হামলার পেছনে কারা আছে কিংবা এটি বড়সড় কোনো হামলার ছক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পঠানকোট পুলিশের এসএসপি সুরেন্দ্র লাম্বা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডের টুকরো উদ্ধার করেছে এবং একই সাথে সংশ্লিষ্ট সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে।

এর আগে, গত জুনে জম্মুতে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। ড্রোন দিয়ে হামলা চালানো হয় সেনাঘাঁটিতে। সেই ঘটনায় দুজন আহত হয়েছিলেন। তবে সোমবার পাঠানকোটের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Exit mobile version