Site icon Jamuna Television

নৈশ প্রহরীকে বেঁধে শতাধিক বস্তা ধান-চাল লুট

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় সবুজ সাথী হাসকিং মিলে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতেরা নৈশ প্রহরীকে বেঁধে রেখে শতাধিক বস্তা ধান ও চাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

হাসকিং মিলের মালিক শহিদুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে একদল ডাকাত তার হাসকিং মিলে হানা দেয়। ডাকাতেরা নৈশ প্রহরীর চোখমুখ বেঁধে আটকে রেখে ১০৪ বস্তা ধান এবং ৩২ বস্তা চাল লুট করে নিয়ে যায়। লুন্ঠিত মালের দাম প্রায় ২ লক্ষাধিক টাকা। শনিবার সকালে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রুহিয়া থানার ওসি প্রদিপ কুমার রায় জানান, এটি ডাকাতি না অন্য কোন ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

এর আগে গত ১৮ মার্চ রোববার দিবাগত রাতে সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের বাঘেরহাট এলাকার রইস উদ্দীন মাস্টারের হাসকিং মিলে একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। ডাকাতেরা হাসকিং মিলের নাইটগার্ডকে বেঁধে রেখে ২শ বস্তা ধান, অটোচার্জার গাড়ির ১৫টি ব্যাটারি এবং ১৪ বস্তা ভুট্টা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করলেও পুলিশ এখন পর্যন্ত ডাকাতদের সনাক্ত করতে পারেনি।

Exit mobile version