Site icon Jamuna Television

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্টের নাম রাখা হয়েছে ওমিক্রন। প্রাথমিকভাবে এটির নাম দেয়া হয়েছিল বি.১.১.৫২৯।

ডেল্টার চেয়েও ভাইরাসের এই ধরনটিকে অনেক বেশি ভয়ঙ্কর আখ্যা দিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনার ডেলটা ভ্যারিয়েন্টের দাপটে ইউরোপের দেশগুলোতে এই মুহূর্তে ভাইরাসের চতুর্থ ঢেউ চলছে। এর মধ্যেই শনাক্ত হলো ওমিক্রন। নতুন শনাক্ত হওয়া ধরনটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ওমিক্রনের সংক্রমণের ক্ষমতা এবং শারীরিক জটিলতা সৃষ্টির ক্ষেত্রে কোনো পরিবর্তন এনেছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। পাশাপাশি করোনার প্রচলিত চিকিৎসা ও ভ্যাকসিনের ওপর কোনো প্রভাব আসবে কিনা তা জানার চেষ্টা করা হবে।

Exit mobile version